Spread the love
বিনোদন প্রতিবেদক : দেশজুড়ে ৪৭টি হলে মুক্তি পেয়েছে পরিমনি নির্মাতা রওশন আরা নিপার চলচ্চিত্র ‘মহুয়া সুন্দরী’। গতকাল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন হলগুলোতে ঘুরে ঘুরে সিনেমা দেখছেন মহুয়া সুন্দরী টিম। আনারকলি সিনেমা হল থেকে নির্মাতা রওশন আরা নীপা বলেন, ‘সকালে শোতে হলভর্তি দর্শক ছিল। বিকেলের শোতে হাউসফুল। দর্শকদের এমন রেসপন্স দেখে খুব ভালো লাগছে। এখন শ্যামলী হলে যাচ্ছি।’ রওশন আরা নীপার সঙ্গে আছে ছবির নায়িকা পরিমনি, সুমিতসহ অন্যান্য কলাকুশলীরা। ‘ময়মনসিংহ গীতিকা’র জনপ্রিয় উপাখ্যান ‘মহুয়ার পালা’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হালের আলোচিত নায়িকা পরিমনি। আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, সুচরিতা, সুমিত, জয়রাজ প্রমুখ। ছবিতে গান আছে ছয়টি। সংগীতায়োজন করেছেন ইমন সাহা এবং অমিত চট্টোপাধ্যায়।
Spread the love