স্পোর্টস রিপোর্টার : চেলসি ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড স্বীকার করেছেন বার্সেলোনা স্ট্রাইকার লিয়নেল মেসি ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মত সত্যিকারের স্কোরার হওয়া কখনই সম্ভব নয়। প্রতি মৌসুমে ৫০-৬০ গোল করা শুধুমাত্র তাদের পক্ষেই সম্ভব। ইংলিশ প্রিমিয়ার লীগে গত মৌসুমে চেলসিকে শিরোপা জয়ে অগ্রাধিকার ভূমিকা পালন করে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জয় করেছেন হ্যাজার্ড। গত মৌসুমে এই বেলজিয়ানের কাছ থেকে সব ধরনের প্রতিযোগিতায় এসেছে ১৯টি গোল। আর এতে করে ম্যানেজার হোসে মরিনহো ও সতীর্থ সেস ফ্যাব্রেগাসের কাছ থেকেও পেয়েছেন ভূয়সী প্রশংসা। কিন্তু তারপরেও নিজেকে কখনই মেসি কিংবা রোনাল্ডোর স্থানে ভাবতে নারাজ চেলসির এই তরুন তুর্কী। গোলডটকমে এ প্রসঙ্গে হ্যাজার্ড বলেছেন, ‘মাঝে মাঝে আমি নিজেকেই প্রশ্ন করি মেসি কিংবা রোনাল্ডো হতে হলে আমাকে কি করতে হবে, তাদের মত হলেই তো এক মৌসুমে ৫০ থেকে ৬০টি গোল করা যায়। এটা ঠিক যে আমি চেষ্টা করি। কিন্তু পরমুহূর্তেই আমি বুঝতে পারি একজন সত্যিকারের স্কোরার আমি কখনই হতে পারবো না। এটা মূলত মানসিক একটি বিষয়। একটি ম্যাচে এক গোল করার পরেই আমার মনে হয়ে যথেষ্ট হয়েছে, আর প্রয়োজন নেই। অন্য খেলোয়াড়দের মত আমি কখনই রেকর্ডের পিছনে দৌঁড়াই না। এক মৌসুমে ১৫ থেকে ২০টি গোল করতে পারলেই আমি খুশী।’
মেসি, রোনাল্ডোর মতো হওয়া কখনই সম্ভব না: হ্যাজার্ড
Spread the love
Spread the love