Spread the love
মোকামতলা বগুড়া প্রতিনিধি : বগুড়ার মোকামতলায় পুলিশ ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে। পুলিশ সুত্রে জানা যায় গত শনিবার দিনের পৃথক পৃথক সময়ে মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই শামিম আক্তার সংগীয় ফোর্স সহ তল্লাশি চালিয়ে হানিফ পরিবহন, জেনিন পরিবহণ ও নাবিল পরিবহন কোচ থেকে ১০৮ বোতল ফেন্সিডিল সহ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ গ্রামরে মৃত আঃ আলীর পুত্র মামুন হোসেন (৩০), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার তামাই গ্রামের লাবুর পুত্র শাহিন (৩৫) ও কুড়িগ্রাম জেলার ভুড়–ঙ্গামারী থানার বাগভাঙ্গা গ্রামের মৃত খলিরুর রহমানের পুত্র মামুনুর রশিদ (৩২) কে আটক করে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মাদক আইনে পৃথক ৩ টি মামলা দায়ের হয়েছে।
Spread the love