Spread the love
যশোহর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শিখা (৭) নামে একটি শিশু নিহত হয়েছে। নিহত শিখা উপজেলার হাজের আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের আশরাফুল হোসেনের মেয়ে। বুধবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের হাজের আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৪-৫০৯২ ) আটক করেছে বলে জানান তিনি।
Spread the love