যশোর অফিস : যশোরের রাজারহাট রেলক্রসিংয়ের কাছ থেকে ভারতীয় দুইশ’ পিস শাল চাদরসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার শিরোমনি থেকে এপিবিএন সদস্যরা এ অভিযান চালান। এপিবিএনের এএসপি আফতাবউদ্দিন সুবর্ণভূমিকে জানান, তাদের কাছে খবর ছিল- একটি চোরাচালানীচক্র ভারতীয় অবৈধ পণ্য পরিবহন করছে। এ সংবাদের ভিত্তিতে তারা যশোর-কেশবপুর সড়কের রাজারহাটে অবস্থান নেন। বেলা সাড়ে ১২টার দিকে কেশবপুর থেকে একটি ট্যাক্সি (ঢাকামেট্রো গ-১১-১০২০) যশোরের দিকে আসছিল। পুলিশ সদস্যরা ট্যাক্সিটি থামায় এবং সেখান থেকে কেশবপুর উপজেলার পরচাগড়া এলাকার মেহেদি হাসান (২১) ও জামশেদ আলী এবং ট্যাক্সিচালক শেখ ইমরানকে আটক একইসঙ্গে ট্যাক্সির মধ্যে থাকা দুইশ’ পিস ভারতীয় লেডিস শাল চাদর উদ্ধার করে। এগুলোর প্রতিটির দাম পাঁচ হাজার টাকার ঊর্ধ্বে বলে পুলিশের দাবি। এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
যশোরে ভারতীয় কাপড় সহ তিনজন আটক
Spread the love
Spread the love