যশোর অফিস : যশোরে পৌর নির্বাচনের সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী রোকেয়া বেগম রুকির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তার দুটি বসতঘরই আগুনে ভস্মিভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অভিযোগ করেছেন, প্রার্থী হওয়ার কারণেই পরিকল্পিতভাবে তাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ঘোপ ধানপট্টি এলাকার বাসিন্দা শহর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও আসন্ন যশোর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী রোকেয়া বেগম রুকির একটি বসতঘরে আগুন লাগে। এসময় তার ছেলে ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করেন। তার চিৎকারে অন্য ঘরে থাকা লোকজন বেরিয়ে আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু ততক্ষণে দুটি ঘর ও ঘরে থাকা মালামাল আগুনে ভস্মিভূত হয়ে যায়। প্রতিবেশীরা জানিয়েছে, শত্রুতা করে কেউ রুকির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে, কাউন্সিলর প্রার্থী রোকেয়া বেগম রুকি দাবি করেছেন, তিনি প্রার্থী হওয়ায় তার বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে। যশোর কোতোয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী বৃহস্পতিবার সকালে বলেন, ‘আগুন লাগার খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
যশোরে মহিলা কাউন্সিলর প্রার্থীর বাড়িতে আগুন
Spread the love
Spread the love