Spread the love
যশোহর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামলগাছিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিকা খাতুন (৮) বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। নাভারণ পুলিশ ফাঁড়ির এসআই বুলবুল আহম্মেদ গণমাধ্যমকে জানান, আনিকা মায়ের সঙ্গে শ্যামলাগাছি এক আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। তিনি আরও জানান, কাভার্ডভ্যান ও চালককে আটকের চেষ্টা চলছে। নিহত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Spread the love