যশোর অফিস : সোনা চোরাচালানের অভিযোগে যশোরে ৫ ভারতীয় নাগরিককে ৩ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন, ভারতের নাগপুর সিটির শান্তিনগর এলাকার বিজয় কুমার, একই এলাকার রামকুমার, কামাল, আহমেদাবাদের রাকেশ লক্ষণ ও অকোনা কাছিয়ালির রোহিত অশোক। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা রবিবার এ রায় প্রদান করেন। ৩ বছর করে সশ্রম কারাদন্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২২ জুন যশোর-বেনাপোল সড়কের আকিজ ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির একটি বাস তল্লাশি করে বিজিবি সদস্যরা ৫ ভারতীয় নাগরিককে আটক করে। পরে তাদের মলদ্বারের ভেতর থেকে উদ্ধার করা হয় চার কেজি চারশ’ গ্রাম সোনা। ধৃতরা দুবাই থেকে ঢাকা-যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্ত পার হতে ব্যর্থ হয়ে তারা আবারো যশোরের দিকে ফিরে আসছিলেন। গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ ব্যাপারে পরদিন ২৩ জুন যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি মামলা হয়।
যশোরে ৫ ভারতীয় নাগরিকের ৩ বছর করে কারাদন্ড
Spread the love
Spread the love