Spread the love
রংপুর প্রতিনিধি : রংপুরে স্বামী আহসানুল হক বেলালকে হত্যার দায়ে স্ত্রী সুফিয়া বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ রোকনুজ্জামান। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ রায় প্রদান করা হয়। পিপি অ্যাডকোকেট আবদুল মালেক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবদুল মালেক জানান, ২০১০ সালের ৪ এপ্রিল রংপুর মহানগরীর জেবিসেন রোড, মাহিগঞ্জ নিজ বাড়িতে সম্পত্তি আত্মসাতের জন্য স্বামী আহসানুল হককে চেতনানাশক ঔষধ সেবন করার পর জবাব করে হত্যা করেন স্ত্রী সুফিয়া। পরে মরদেহ দু’টুকরো করে টিলাহাটধারে পুঁতে রেখে পালিয়ে যান। এ ঘটনায় আহসানুলের বড় ভাই আবেদুল হক বুলবুল বাদী হয়ে সুফিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচার শেষে সোমবার আদালত সুফিয়াকে ফাঁসির আদেশ ও তাকে দ্রুত গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেন।
Spread the love