রংপুর প্রতিনিধি : দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর উদ্যোগে ঢাকার এফবিসিসিআই’র সম্মেলন কক্ষে ও রংপুর চেম্বারের আরসিসিআই অডিটরিয়ামে এফবিসিসিআই এর সাথে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং কার্যক্রমের উদ্বোধনী অনুুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম এমপি ও বিশেষ অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অনুুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিেেযাগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম এমপি ও বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তথ্য প্রযুক্তিকে ব্যবসায়িক কাজে লাগিয়ে শিল্পপতি ও ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য তথা শিল্পায়নের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডকে ত্বরান্বিত করার আহ্বান জানান। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, যতদ্রুত সম্ভব রংপুরে আইটি পার্ক স্থাপন করা হবে এবং এর মাধ্যমে রংপুর বিভাগের শিক্ষিত বেকার জনগোষ্ঠীর ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এফবিসিসিআই এর সাথে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ, সহ-সভাপতি মো: মোজাম্মেল হক ডাম্বেল, রংপুর উইমেন চেম্বারের সভাপতি আনোয়ারা ফেরদৌসি পলি, সিনিয়র সহ-সভাপতি মোছাঃ শাহনাজ পারভীনসহ চেম্বারের পরিচালকবৃন্দ।
রংপুর চেম্বারের ভিডিও কনফারেন্স নেটওয়ার্কিং কার্যক্রমের উদ্বোধন
Spread the love
Spread the love