
স্পোর্টস রিপোর্টার : আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দুই বছর পর আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএলের তৃতীয় আসরটি আয়োজন করা হবে। তৃতীয় আসরের বিপিএল ক্রিকেটের দলগুলোর মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেছে ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর মধ্যে নতুন হিসেবে তিনটি প্রতিষ্ঠান তাদের আগ্রহ প্রকাশ করেছে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানান। জালাল উইনুস জানান, আজ ঘোষণা করা হবে আগ্রহ প্রকাশ করা ১০টি প্রতিষ্ঠানের নাম। সেখানে সাতটি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে। আজ বিপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং হবে। সেখানেই যাচাই-বাছাই করে চূড়ান্ত ভাবে এ ব্যাপারে সব জানানো হবে। নতুন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, স্কয়ার এবং সোহানা গ্রুপ অব কোম্পানি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র তত্ত্বাবধানে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরটি বসেছিল। এরপর ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। তবে, দ্বিতীয় আসরের ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বন্ধ হয়ে যায় বিপিএল। ফলে, ২০১৪ সালে টুর্নামেন্টটি আয়োজন করা হয়নি। এছাড়া ছিল বকেয়া পরিশোধ না করার বিষয়টি। উল্লেখ্য, চলতি বছর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএলের তৃতীয় আসর। প্রথম আসরে মোট ৬টি দল অংশ নেয়। তবে, দ্বিতীয় আসরে একটি দল বাড়িয়ে সাতটি দল করা হয়। এবারের আসরেও এই ৭ দলই থাকছে। পুরনো ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ না করায় নতুন মালিকানায় খেলবে দলগুলো।