Spread the love
ঢাকা প্রতিনিধি : রাজধানীর মহাখালীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান সুমন ওরফে ব্যাংকক সুমন (৩৫) নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে মহাখালীর সাততলা বস্তির আইপিএস পুকুরপাড় এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। র্যাবের বরাত দিয়ে বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, রাতে সাততলা বস্তির পুকুর পাড়ে র্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান সুমন ওরফে ব্যাংকক সুমন নিহত হন। এর পর র্যাব বনানী থানায় তার মরদেহ হস্তান্তর করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মোস্তাক আহমেদ
Spread the love