নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। এসময় ভোটার দিবস উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নতুন ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। এছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল সেবা দেয়া হয়। আঞ্চলিক নির্বাচন কার্যলয়, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যলায় ও নগরীর দুই থানা নির্বাচন অফিস একত্রে এসব আয়োজন করেন।
রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন
Spread the love
Spread the love