রাজশাহী থেকে নাজিম হাসান : রাজশাহী সিটির হাট থেকে গরু বিক্রি করে বাড়ী ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছে দুই গরুর ব্যবসায়ী। আহত গোদাগাড়ীর দুই গরু ব্যবসায়ী অভিযোগ করেন গত রোববার রাত ১০ টার দিকে সিটির হাটে গরু বিক্রি করে ট্রাক যোগে বাড়ী ফিরছিল। এ সময় ট্রাকে থাকা আরও দুইজন হাতুড়ি দিয়ে গরু ব্যবসায়ীকে এলোপাথাড়ী ভাবে আঘাত করে তাদের কাছ থেকে ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। ছিনতাইকারীর কবলে পড়া ব্যবসায়ীরা হচ্ছেন গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের সেরাজুলের ছেলে রব্বানী (৩০), ও মাহবুরের ছেলে রুবেল (২৫)। তাদেরকে গোদাগাড়ীর ৩১ শয্য বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরু ব্যবসায়ী রব্বানী বলেন, তারা সিটির হাটে চাপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকে উঠে। কাশিয়াডাঙ্গা মোড়ে আরও দুইজন ট্রাকে উঠে। পবা উপজেলার আলিমগঞ্জ এলাকায় আসা মাত্রই চলন্ত ট্রাকে তাদেরকে এলোপাথাড়ীভাবে আঘাত করে দুই ছিনতাইকারী। পথে গোদাগাড়ী উপজেলার লালাদিঘী নামক স্থানে দুই গরু ব্যবসায়ীকে ফেলে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে ট্রাকটি চলে যায়। এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম আবু ফরহাদ বলেন, ঘটনা তার জানা নেই। তবে বিষয়টি পুলিশ তদন্ত করবে।
রাজশাহীতে দুই গরুর ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে
Spread the love
Spread the love