রাজশাহী থেকে নাজিম হাসান : বাস কাউন্টারে কথা কাটকাটির জেরে মহানগরীর বিনোদপুর এলাকায় শিশির পরিবহন নামের একটি বাস ভাঙচুর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ ঘটনার পরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বিনোদপুর বাজার থেকে সরিয়ে দেয়। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর মহানগরীর বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকা সুত্রে জানাগেছে, রাবির শিক্ষার্থীরা টিকিট কাটার জন্য রাজশাহী বাস স্টান্ডে আসে। এসময় তাদের টিকেট নিয়ে কাউন্টার এলাকায় কথা কাটাকাটি হয়। পরে রাবির শিক্ষার্থীরা সেখান থেকে চলে এসে বিনোদপুর বাজারের মহাসড়ক অবরোধ করে রাখে। এবং রাস্তার দুই পাশে জানজট সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা শিশির পরিবহন নামের একটি বাসে ভাংচুর চালায়। এতে বাসের জানালার কাঁচ ভেঙে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে বিনোদপুর বাজারের ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এব্যাপারে যোগাযোগ করা হলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, শিক্ষার্থীরা সেখানে নেই। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
রাজশাহীতে বাস ভাঙচুর করলেন রাবি শিক্ষার্থীরা
Spread the love
Spread the love