Spread the love
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর বড়কুঠি পদ্মা নদীর তীর থেকে বোয়ালিয়া থানা পুলিশ অর্ধগলিত দু’টি লাশ উদ্ধার করেছে। রবিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় লাশ দু’টি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া লাশগুলো গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, মরদেহ দু’টি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা বোয়ালিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কয়েকদিন আগে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তার ধারণা। ময়নাতদন্তের পর লাশ দু’টি রামেক হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরে পরিচয় শনাক্ত করতে না পারলে আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
Spread the love