রাজশাহী থেকে নাজিম হাসান : সারাদেশের মতো রাজশাহী কেন্দ্রীয় কারাগারেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কারাগার ও তার আশপাশের এলাকায় গত চার দিন ধরে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন করা হচ্ছে বলে একজন কারা কর্মকর্তা জানালেও তার সুনির্দিষ্টি কোনো কারণ বলেন নি তিনি। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান শনিবার দুপুরে বলেন, ‘কারা মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী কারাগারে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আমরা আগের চেয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এক্ষেত্রে আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কারাগারের বাইরেও অতিরিক্ত কারারক্ষী দায়িত্ব পালন করছেন। তিনি জানান, কারাগারের বন্দীদের দেখা করতে আসা দর্শনার্থীদের এখন আগের তুলনায় বেশি করে তল্লাশী করা হচ্ছে। কারাগারের আশপাশে সন্দেহভাজন ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কতদিন পর্যন্ত এমন সতর্কতা জারি থাকবে তা জানাতে পারেনি তিনি। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ও আশপাশের এলাকায় কারারক্ষীদের বাড়তি তৎপরতা দেখা যায়, যা সচরাচর চোখে পড়েনা। এ বিষয়ে সিনিয়র জেল সুপার বলেন,সর্বোচ্চ সতর্কতা হিসেবে চার দিন ধরে কারারক্ষীরা এ রকম প্রহরায় রয়েছে। সারা দেশের মোট ৬৮টি কারাগারেই এই সতর্ক প্রহরা রয়েছে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি কারা মহাপরিদর্শককে (আইজি-প্রিজন) হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক গুপ্তহত্যা ও যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের ঘটনায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টির দিকে খেয়াল রেখে গোয়েন্দা তথ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহী থেকে নাজিম হাসান রাজশাহী কারাগারে সর্বোচ্চ সতর্কতা
Spread the love
Spread the love