Spread the love
সিলেট প্রতিনিধি : রোটারি ক্লাব অব সিলেট ক্বীনব্রীজের ১০০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান ডা. মঞ্জুরুল ইসলাম চৌধুরী (পিডিজি), বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান ইঞ্জিণিয়ার এম এ লতিফ (আইপিডিজি), রোটারিয়ান শাহিদ আহমদ চৌধুরী গভর্নও (ইলেক্ট)। রোটারি ক্লাব অব সিলেট ক্বীনব্রীজের সভাপতি রোটারিয়ান এডভোকেট রফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও রোটারিয়ান সিপি এম এ ওয়াদুদ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমদ, রোটারিয়ান দিলোয়ার হোসেন, রোটারিয়ান মাহমুদুর রহমান দিদার, রোটারিয়ান কামিল হোসেন, রোটারিয়ান বিধুভূষণ দাস, রোটারিয়ান একেএম শামসুল হক দীপু, রোটারিয়ান বদরুল আলম চৌধুরী।
Spread the love