মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলাধীন বিভিন্ন এলাকায় অবস্থানরত শারিরীক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর মাধ্যমে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
রাজনগর উপজেলার জোড়াপুর ইমদাদুল উলুম মাদ্রাসায় গতকাল বিভিন্ন স্থান থেকে আগত অসহায় সুবিধা বঞ্চিত শারিরীক প্রতিবন্ধীদের মধ্যে এই সকল হুইল চেয়ার বিতরণের আয়োজন করা হয়। রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মতিন এমপিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মো. মোসাদ্দেক হোসাইন, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান তানভীর আহমদ, রোটারিয়ান মো. ওমর ফারুক, রোটারিয়ান আমিনুল হক, রোটারিয়ান মো. দিলাল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা রশীদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ মনফর আলী, মাওলানা ইসহাক আহমদ, মাস্টার আজিজুর রহমান, আহমদ বিলাল প্রমুখ। সভাপতির বক্তব্যে রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল মতিন এমপিএইচএফ বলেন, সমাজের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো একটি মহৎ কাজ। আমাদের সমাজে অনেকেই আছেন যারা স্বাভাবিক জীবন-যাপন করতে পারছেন না। সেই সকল প্রতিবন্ধীদের জন্য চলাচলের সুযোগ-সুবিধা সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কেননা রোটারী ক্লাব জন্মলগ্ন থেকে আর্ত্মমানবতার কল্যাণে নিয়োজিত। এরই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের অবহেলিতদের সর্বাঙ্গে সেবা প্রদান করে যাচ্ছে।
রোটারী ক্লাব রিজেন্সীর মাধ্যমে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
Spread the love
Spread the love