বিনোদন প্রতিবেদক : বাংলা সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান, অপরদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা। দুজনই সিনেমায় ও নাটকে অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। আর এই প্রথম তারা এক সাথে কোন সিনেমায় অভিনয় করেছেন। শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘মেন্টাল’ সিনেমাতে জুটিবদ্ধ হয়েছেন তারা দু’জন। আর এ সিনেমাতেই একটি রোমান্টিক দৃশ্যে তাদের দেখা গেছে। দৃশ্যপটে এমন দেখা যাবে, শাকিব-তিশা একে অপরকে ভালবাসেন। আর প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের কিছু উপায় থাকে। এই দৃশ্যটি তেমনই। ভালোবাসার প্রকাশ ঘটাতেই তাদের অন্তরঙ্গ দৃশ্যে রয়েছে। সিনেমাটিতে তিশা অভিনয় করছেন সিমি নামে একজন সাংবাদিকের চরিত্রে। শাকিব-তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা আঁচল ও খুদে গানরাজের পড়শি,মিশা সওদাগরসহ আরো অনেকে। এ সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে একেবারেই নতুনরূপে। তার এই বিশেষ লুকটি এনেছেন বলিউডের হেয়ার ডিজাইনার ওয়াল্টার দর্জি রাজ। বাংলা এক্সপ্রেস ফিল্মস প্রযোজিত এবং দি অভি কথাচিত্র পরিবেশিত সিনেমাটি দৃশ্যধারণ শেষের পথে রয়েছে।
রোমান্টিক দৃশ্যে শাকিবের সঙ্গে তিশা
Spread the love
Spread the love