হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত মার্চ মাসে ১ লাখ ৯১ হাজার ৫২২ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব আদায় ৬১ কোটি ৩৪ লাখ ৩১ হাজার টাকা।
এরমধ্যে ভারত থেকে চাল আমদানি হয়েছে ৫৫ হাজার হাজার মেট্রিক টন। যা থেকে রাজস্ব আদায় ৫১ কোটি ৮৪ লাখ ৬০ হাজার টাকা। পাথর আমদানি হয়েছে ১ লাখ ৬৩৯ মেট্রিক টন, যা থেকে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ১৪২ টাকা। পেঁয়াজ আমদানি হয়েছে ৭ হাজার ৪২৪ মেট্রিকটন, যা থেকে রাজস্ব আদায় ১ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার টাকা।
হিলি শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার (ডিসি) সাইদুল আলম জানান, গত অর্থ বছরে ভারত থেকে যে পরিমাণ পণ্যবাহী গাড়ি এই বন্দর প্রবেশ করেছে- চলতি অর্থ বছরেও একই পরিমাণ গাড়ি এসেছে। বর্তমানে হিলি বন্দরে আমদানিকারকরা পণ্য ছাড়করণে সুবিধা পাওয়ায় এই বন্দর দিয়ে পণ্য আমদানি বেড়েছে। তাই রাজস্ব আদায়ও বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। কিন্তু হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।