আল আমিন, লালপুর (নাটোর) : বৃহস্পতিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে আনোয়ারা ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তির টাকা বিতরন করা হয়েছে। আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান তোয়াজ উদ্দীনের সভাপতিত্বে আনোয়ারা মডেল একাডেমী চত্ত্বরে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বৃত্তির টাকা ও সনদ বিতরণ করেন নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুর আলম, থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুমা হাসনাত, থানা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া জয়নুল বেনু, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্ত্তুজা লিলি, আওয়ামীলীগ মনোনীত গোপালপুর পৌরসভার মেয়র প্রার্থী ফিরোজ আল হক ভুইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, নির্বাহী পরিচালক আসমা আক্তার, উষা কিন্টার গার্ডেনের পরিচালক আব্দুল ওয়াহেদ প্রমূখ। উল্যেখ্য মোট ১০ টি কিন্টার গার্ডেন ও প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর মোট ৫৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ সনদ ও টাকা বিতরণ করা হয়।
লালপুরে আনোয়ারা ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রদান
Spread the love
Spread the love