শফিউল আলম ডিউ/ আর্শীবাদ সাহা রাহুল- মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জনাব শরিফুল ইসলাম জিন্নাহ বলেন ডিজিটাল যুগে শিক্ষার উন্নয়ন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়াতে হবে। গতকাল বুধবার বেলা ১১টায় মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে শতাধিক ছাত্র জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় পার্টি মোকামতলা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ চান্দুর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান এসোসিয়েশন শিবগঞ্জ উপজেলার সেক্রেটারি ও রায়নাগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, থানা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সেক্রেটারি এরফান আলী, স্থানীয় জাতীয় পার্টির সেক্রেটারী রবিউল হাসান মাসুদ, অন্যান্যদের মধ্যে শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন মাবুদ, কাজী মাসুদ, তোতা মিয়া, খাদেমুল ইসলাম প্রমুখ। যোগদান অনুষ্ঠান শেষে কাশিপুর-গুজিয়া রাস্তার বাকি অংশের রাস্তা পাকাকরণের কাজ উদ্ভোধন করেন।
শিক্ষার উন্নয়ন করতে হলে প্রতিষ্ঠানের মান বাড়াতে হবে এম.পি. জিন্নাহ
Spread the love
Spread the love