শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের সোলাগাড়ী গ্রামের অসহায় নারী মোছাঃ আঞ্জুয়ারা বেগমের ছেলে লিটন মিয়ার কাছ থেকে অটোভ্যান ছিনিয়ে নেন এলাকার দাদন ব্যবসায়ী মোঃ ইন্দাজুল এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেছে অসহায় আঞ্জুয়ারা।
অভিযোগ সূত্রে জানাযায়, জমসের ফকিরের স্ত্রী মোছাঃ আঞ্জুয়ারা সোলাগাড়ী আশ্রয় প্রকল্পের সমবায় সমিতির একজন সদস্য। তিনি সমিতি থেকে গত বছর ১০ হাজার টাকা ঋণ নিয়ে একটি বোকন বাছুর ক্রয় করে। ১ বছর পর উক্ত বোকন বাছুরটি ৩০ হাজার টাকা বিক্রয় করে এবং সে টাকা থেকে ২০ হাজার টাকা দিয়ে তার ছেলে লিটনকে একটি অটোভ্যান কিনে দেন এবং বাকী টাকা ঋণ পরিষোধ করার জন্য তার ছেলের নিকট রেখে দেয়। গত সোমবার উক্ত টাকা ভ্যানগাড়ী নিয়ে রাত্রী অনুমান ৭ টার সময় পানিতলা আইয়ের পুকুর নামক স্থানে আসার সময় সোলাগাড়ী নয়াপাড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের পুত্র মোঃ ইন্দাজুল সহ বেশ কয়েকজন লোক তার গতিপথ রোধ করে এবং তাকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে উক্ত ১০ হাজার টাকা ও ভ্যানগাড়ী ছিনিয়ে নেয়। এব্যাপারে ইন্দাজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তার কাছ থেকে টাকা পায় তাই অটোভ্যানটি আটকে রাখি। পরে তা মিমাংসার মাধ্যমে ভ্যানটি তাকে ফেরৎ দেই।
শিবগঞ্জের অসহায় মায়ের ছেলের কাছ থেকে অটোভ্যান ছিনিয়ে নেন দাদন ব্যবসায়ী
Spread the love
Spread the love