মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার মুরাদপুরে ঈব্রাহিম- এর তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর, অনুমান ৩০০ মন তুলা, আসবাবপত্র সহ অনুমান ৩০ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। বগুড়া সোনাতলা ও গোবিন্দগঞ্জ- এর ৩টি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। থানায় অভিযোগ।
থানায় অভিযোগ ও কারখানার মালিক মুরাদপুর উত্তরপাড়া গ্রামের মৃত মোবারক আলীর পুত্র রুহুল আমিন জানান, গত শুকবার রাত অনুমান পনে দশটার সময় তার বসতবাড়ীর উত্তর পার্শে গোডাউন ঘরের জানালার ফাকা যায়গা দিয়ে পূর্বশত্র“তার জের ধরে কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখায় বসতবাড়ীর ৮টি ঘর, ২টি ঘরে রাখা ৩০০ মন তুলা, ১০ভরি স্বর্ণ, নগদ দেঢ় লক্ষাধিক টাকা, জমির দলিল পত্র, ছেলে-মেয়ের শিক্ষা সনদপত্র, ১টি টিভি, কম্পিউটার, ৬টি খাট, সোপা সেট, সোকেস, আলমারি, ওয়ারড্রোপ, ডেসিংটেবিল, ধানচাল সহ অনুমান ৩০ লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়। আগুনের লেলিহান শেখায় পার্শে আব্দুর রাজ্জাকের মেহেদী চাউল কলের আংশিক ক্ষতি সাধন হয়। স্থানীয় লোকজন বগুড়া ফায়র সার্ভিস-এ খবর দিলে গবিন্দগঞ্জ ও সোনাতলা ফায়ারসার্ভিসের ৩টি টিম ঘনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ ব্যাপারে কারখানার মালিক রুহুল আমিন বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
শিবগঞ্জের মুরাদপুরে ঈব্রাহিম তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি
Spread the love
Spread the love