শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী তৌহিদুর রহমান মানিক এর পক্ষে পৌর এলাকার রিক্সা শ্রমিকদের মাঝে ভোট চেয়ে গণ সংযোগ করেন উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক লীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজু। এসময় উপস্থিত ছিলেন রিক্সা-ভ্যান শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আব্দুল হামিল প্রাং, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম শ্রমিক নেতা মুঞ্জু মিয়া, কাচা মিয়া, আফতাব হোসেন, হেলাল মিয়া প্রমুখ। গণ সংযোগ কালে তারা শিবগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করলে শিবগঞ্জের অবহেলিত রিক্সা, ভ্যান শ্রমিক নেতাদের রিক্সা ভ্যান রাখার জন্য একটি রিক্সা স্ট্যান্ড এর ব্যবস্থা করা হবে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বাসের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। আজ রিক্সা ওয়ালার ঘরেও কালার টিভি, মোবাইল ফোন সহ বিভিন্ন উচ্চ বিত্ত শ্রেণির মানুষরা যে সব জিনিস ব্যবহার করতো তা আজ নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই সাধারণ মানুষের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী তৌহিদুর রহমান মানিক কে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শিবগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে রিক্সা-শ্রমিক লীগের গণ সংযোগ
Spread the love
Spread the love