শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শিবগঞ্জ থেকে নওগাঁ সদরে বদলি হওয়ায় তাকে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে সংবর্ধনা দেয়া হয়। এর পূর্বে গত রোববার শিবগঞ্জ প্রেসক্লাব ও তৃণমূলবার্তা পত্রিকার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে তৃণমূল বার্তা কার্যালয়ে আলোচনা সভা তৃণমূল বার্তা সম্পাদক তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও রবিউল ইসলামের শিবগঞ্জে কর্মময় সময়ের আলোকপাত করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলাতানা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, এম এ লতিফ, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আমিনুল হক দুদু, সমাজ সেবক নূরুল আমিন সেকেন্দার, আব্দুল মান্নান শেখ, খ.ম শামিম, কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, ঠিকাদার বুলবুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমাজের আহ্বায়ক তাজমিলুর রহমান, স্ট্যাম্প ভেন্ডার আব্দুস ছাত্তার, আব্দুল কাদের বাবলু, সামছুল ইসলাম মোলা, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, কিচক মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, জাবিউর আলম হিমু প্রমুখ। অপরদিকে উপজেলা পরিষদ সভা কক্ষে সুধী সমাজ ও অফিসার্স ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমূল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী সামছুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুসা আল মানসুর, নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী, ডিপুটি কমান্ডার ফরিদ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিলুর রহমান, কৃষি কর্মকর্তা মহাব্বত আলী, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, যুবলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। বিদায়ী অতিথিকে তৃণমূল বাতা, শিবগঞ্জ প্রেস ক্লাব, শিবগঞ্জ উন্নয়ন কমিটি, প্রাথমিক শিক্ষক সমাজ, অফিসার্স ক্লাব, সুধী সমাজ, একটি বাড়ী একটি খামার প্রকল্প, আমতলি সিএনজি মালিক সমিতি, পৌর আওয়ামী লীগ, কিচক হাটবাজার ইজারাদার, জামুরহাট দাখিল মাদ্রাসা, শিবগঞ্জ ডিগ্রী মাদ্রাসা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্কাউট, সকল ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
শিবগঞ্জে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা
Spread the love
Spread the love