শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ এম.এইচ. বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান সহ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় এবং নবাগত উপাধ্যক্ষ রফিকুল ইসলাম এর বরণ সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার অত্র কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল কাদের বাবলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী। অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মুনিষ চন্দ্র, অধ্যক্ষ আব্দুল আলিম, প্রদর্শক নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ছাইফুল ইসলাম, হাফিজুর রহমান খান, ছারোয়ার জাহান, জিল্লুর রহমান, নজরুল ইসলাম, জামিদুল ইসলাম, মনোয়ারা পারভীন সহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
শিবগঞ্জ এম.এইচ. কলেজের অধ্যক্ষ সহ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় ও নবাগত উপাধ্যক্ষকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
Spread the love
Spread the love