রশিদুর রহমান রানাঃ শিবগঞ্জ (বগুড়া) : তফশিল ঘোষনা না হলেও শিবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচারণা শুরু করেছে। নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যোগদান এবং সবার সাথে কুশল বিনিময়ের মাধ্যমে এলাকাবাসীর সাথে যোগাযোগ রক্ষা করছে। এ ওয়ার্ডে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী ছাড়া অন্য কোন দলের তেমন কোন প্রচারনা নেই। ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর প্রচারণা যারা তুঙ্গে এবং যাদের নাম বেশি প্রচার পেয়েছে তারা হলেন বর্তমান কাউন্সিলর ফরিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর আব্দুল খালেকের পুত্র এনামুল হক, সাবেক কাউন্সিলর এবং বর্তমান ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম দুলু, ওবাইদুল হক স্বপন, উমল ফারুক, রেজাউল করিম রেজা, আবু বক্কর সিদ্দিক বিপুল। বর্তমান কাউন্সিলর ফরিদুল ইসলাম বলেন আমি কমিশনার থাকাকালীন সময় আমার ওয়ার্ডে একটি মামলাও হতে দেইনি। আমি পৌর মেয়র ও থানার সহযোগিতায় এলাকায় শালীসের মাধ্যমে বিবাদগুলো মিমাংসা করেছি। যদি জনগণ আমাকে আবার নির্বাচন করে তাহলে অতিতের জনগণের পাশে থেকে যতটুকু উন্নয়ন মূলক কাজ করেছি ভবিষ্যতে আমি জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাব। বিএনপির মনোনয়ন প্রত্যশি রেজাউল করিম দুলু বলেন বিগত ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলাম। জনগণকে সঙ্গে নিয়ে এলাকার কাজ করেছি। ভবিষ্যতে জনগণ আমাকে সুযোগ দিলে আমি এলাকাবাসীর সাথে কাধে কাধ মিলিয়ে উন্নয়ন মূলক কাজ করে যাব। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি এনামুল হক বলেন আমার মরহুম বাবাকে ভালোবেসে যে আশায় জনগণ ভোটে নির্বাচিত করেছিল তারা যদি আমাকে ভোটে নির্বাচিত করে তাহলে আমি জনগণের আশা পূরণ করব এবং আমার বাবার স্বপ্ন গরিবদের জন্য একটি কবরস্থান ও হিন্দুদের জন্য একটি মন্দির নির্মান করব। অপর আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ওবাইদুল হক স্বপন বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে নির্বাচন করব এবং নির্বাচনে জয়ী হলে এলাকার বৈষম্যহীন মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। স্বতন্ত্র প্রার্থী ওমল ফারুক বলেন, জনগণের সেবাই আমি কাজ করতে চাই। জনগণের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি নির্বাচিত হলে আমার ২নং ওয়ার্ডকে ন্যায় বিচার মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলব। তরুন নেতা আওয়ামীলীগ প্রার্থী রেজা বলেন দল যদি মনোনয়ন দেয় তাহলে নির্বাচন করব, আর মনোনয়ন না দিলে দলের স্বার্থে কাজ করে যাব। এছাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল সেও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি। উল্লেখ্য যে, ২নং ওয়ার্ডে অর্জুনপুর আকন্দ পাড়া, মোদকপাড়া, মন্ডলপাড়া, চুনিপাড়া নিয়ে গঠিত। এওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫ শ ৮২। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ শ ৭৯ এবং মহিলা ভোটার সংখ্যা ৮ শ ৩।
শিবগঞ্জ পৌরসভা নির্বাচনঃ ওয়ার্ড নং-২ কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী ৭ জন
Spread the love
Spread the love