ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে শিশু ফরহাদ হত্যা মামলায় ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক জহুরুল কবির এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন-শাহেদ আলী (৩৬), আব্দুল কুদ্দুস (৫০), ইব্রাহীম (৫০), আব্দুল মজিদ (৫৫), মুন্তাজ আলী (৬০) ও মো. জুয়েল (২০) । আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কমলা খাতুন (৪০)। উল্লেখ্য, ২০১০ সালের ৪ মে মুক্তাগাছার উপজেলার খেরুয়াজানি গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রথমে এলোপাতাড়ি পিটিয়ে শিশু ফরহাদকে আহত করা হয়। এরপর তাকে হত্যা করে হাত পা কেটে পুকুরে ফেলে দেয়। ফরহাদের বাবা আইয়ুব আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে তারা এ ঘটনা ঘটায় আসামিরা। পরে ঘটনার দুই দিন পর ফরহাদের বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শিশু ফরহাদ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি
Spread the love
Spread the love