মৌলভীবাজার প্রতিনিধি : সিঙ্গাপুরে চিকিৎসাধীন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। সিঙ্গাপুরের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুবুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রীর ভাই সৈয়দ মোশতাক আলী জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। ডায়াবেটিস, হৃদরোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ৩ সেপ্টেম্বর মহসিন আলীকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও তার ফুসফুস ও লিভারে সমস্যা ধরা পড়ে। তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর ৫ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সযোগে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। গত কিছুদিন ধরে সেখানে তার চিকিৎসা চলছিল। মন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে বিপুল সংখ্যক লোক জমায়েত হয়েছেন। গত ২ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলায় তাঁর নির্ধারিত সরকারি সফর শেষে ঢাকা ফেরেন সমাজকল্যাণমন্ত্রী। পরদিন ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ বারডেম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জন্ম নেওয়া মহসিন আলী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন হতে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১২ জানুয়ারি ২০১৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে পরাজিত করে এমপি নির্বাচিত হন।
সমাজকল্যাণমন্ত্রীর ইন্তেকাল
Spread the love
Spread the love