রুবাইয়াত আম্বিয়া জাহান স্বাতী পাবনা প্রতিনিধি : গতকাল মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে বসত ঘরে ঢুকে পড়লে ঘুমন্ত অবস্থায় আরাফাত (১) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়। সে আমিনপুর থানার রুপপুর গ্রামের মানিক হোসেনের ছেলে। এ সময় শিশুটির মা সাফিয়া খাতুন ও বাসের যাত্রীসহ কমপক্ষে ১০জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টার দিকে কাশিনাথপুর-বগুড়া মহাসড়কের উপজেলার শহিদনগর নামক স্থানে আরাফাত তার নানা শফি মিয়ার বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (মায়ের দোয়া) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বাড়ি হওয়ায় ঘরের মধ্যে ঢুকে পড়লে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা হয়েছে।
সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ঘুমন্ত শিশুর করুণ মৃত্যু,আহত-১০
Spread the love
Spread the love