Spread the love
স্টাপ রিপোটৃার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ (পূণঃবিবেচনা) আবেদন করবে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগ থেকে দেয়া সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মাহবুবে আলম বলেন, ‘সাঈদীর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের জন্য আমরা (রাষ্ট্রপক্ষ) অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে আমি রিভিউ আবেদন করবো।’
Spread the love