ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা, প্রতিনিধি : সাদুল্যাপুরে বুধবার ‘খেরুয়ার দিঘী’ নামক ১৬ বিঘার একটি পুকুরে বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির প্রায় ১২ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুকুরের লিজ মালিক রাজু মিয়া জানান, রাতের আধারে কে বা কারা পুকুরে বিষ ঢেলে দেয়। তিনি আরও জানান, পুকুরটি লিজ নেওয়াকে কেন্দ্র করে এলাকার কয়েকজনের সঙ্গে শত্রুতা চলছিল। বিষ দেওয়ার ক্ষেত্রে লিজ সংক্রান্ত শত্রুদের হাত থাকতে পারে। সাদুল্যাপুর উপজেলা মৎস কর্মকর্তা মোছা. আইরিন সিদ্দিকা বলেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটায় রাজু মিয়ার প্রায় বারো লাখ টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো লিখিত অভিযোগ পাননি।
সাদুল্যাপুরে ‘খেরুয়ার দিঘী’ বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
Spread the love
Spread the love