খুলনা প্রতিনিধি : খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মোল্লা জালাল উদ্দিন আহমেদের বড় ছেলের স্ত্রী সোনিয়া রাব্বি লিপি’র ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর দিঘলিয়ায় শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে লিপির স্বামী কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল হজ্ব পালন শেষে সৌদি আরব থেকে খুলনায় এসে পৌঁছান। দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে স্ত্রী লিপির মৃতদেহ নগরীর পুলিশ লাইন ইস্ট লেনের বাড়িতে নেওয়ার পর তা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন স্বামী। এদিকে লিপি হত্যা মামলার আসামি সাবেক এমপিমোল্লা জালাল উদ্দিনের ভাই মোল্লা লোকমান হোসেনের ছেলে হেদায়েত হোসেন (২৭) এখনো গ্রেফতার হয়নি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জহিরুল ইসলাম জানিয়েছেন। তিনি আরো জানান মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি মাওলানা হেদায়েত হোসেন (২৭) কে গ্রেফতারের জন্য সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়া ঘটনার সময় উপস্থিত পরিবারের সদস্যদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে। গত বৃহস্পতিবার দুপুরে মোল্লা জালাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন (নং ১৫)। এছাড়া একই দিনে মামলায় পুলিশ রিপোর্ট দিতে আগামী ১ নভেম্বর দিন নির্ধারণ করেন মহানগর হাকিম মোঃ ফারুক ইকবাল। উলে¬খ্য, গত ৭ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে নগরীর পুলিশ লাইন ইস্ট লেনে অবস্থিত সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিনের বাড়ির ৫ম তলায় চাচাতো দেবর হেদায়েতের গুলিতে লিপি নিহত হয়। যে শর্টগান দিয়ে লিপিকে হত্যা করা হয়েছে ওই অস্ত্রটি লিপির স্বামী কামাল উদ্দিন সিদ্দিকী হেলালের লাইসেন্সকৃত। হেলাল তার মাকে নিয়ে হজ্ব পালনের জন্য সৌদি আরবে ছিলেন। তাদের একটি ১০ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।