ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা, প্রতিনিধি : একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় উপজেলা শহর সাদুল্যাপুর। প্রতিবছর বর্ষা মৌসুমের গতানুগতিক চিত্র সাদুল্যাপুর। শহরবাসী যেন এটিকে তাদের নিয়তি হিসেবেই মেনে নিয়েছে। বর্ষা মৌসুমের জলাবদ্ধতা এ শহরের জন্য এক অভিশাপ। যা শহরবাসীর জীবন যাত্রাকে দারুণভাবে ব্যাহত করে। অস্বস্তিকর, অস্বাস্থ্যকর পরিবেশে রোগশোক মানুষের দুর্ভোগ চরমে ওঠে এ সময়। অন্যদিকে স্বাভাবিক চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি, দৈনিন্দিন কর্মকাণ্ড ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার কারণে সাদুল্যাপুর শহরের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ চলাফেরায় চরম ভোগান্তির শিকার হচ্ছে। সাদুল্যাপুর শহরের ড্রেনেজ ব্যবস্থা থাকলেই পয়নিষ্কাশনের ব্যবস্থা নেই। এছাড়া খাল খনন না করা, ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল এবং যা রয়েছে তা নিষ্কাশন না করা, রাস্তা সংস্কার না করাসহ প্রশাসনের উদাসীনতাই জলাবদ্ধতার মূল কারণ বলে মনে করছে সাধারণ মানুষ।
সাদুল্যাপুর শহরের ধাপেরহাট রোডস্থ সোনালী ব্যাংক সংলগ্ন, কলেজ রোডস্থ মুক্তিযোদ্ধা কার্যালয় সংলগ্ন, তুলশীঘাট রোডস্থ পোষ্টঅফিস সংলগ্ন ও উপজেলা কার্যালয়সহ এ শহরের বিভিন্ন স্থানে একটু বুষ্টি হলে জলাবদ্ধ সহ চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
সামান্য বৃষ্টিতেই সাদুল্যাপুর শহরে জলাবদ্ধতা
Spread the love
Spread the love