মোঃ তোফায়েল ইসলাম স্টাফ রিপোর্টার : সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে । সাঁড়াশি অভিযানে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন জেলা। তারই ধারাবাহিকতাই চতুর্থ দিনেও দেশের বিভিন্ন জেলায় চালানো হয়েছে ব্যাপক ধরপাকড়। বিভিন্ন জেলার তথ্য মতে, প্রথম তিন দিনে গ্রেপ্তার করা হয় অন্তত ১৭ শতাধিক। যাদের বেশির ভাগই -জামায়াত বিএনপির নেতাকর্মী ও সমর্থক। তারিই চলমান অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আটকের এ সংখ্যা সাড়ে ৭ শতাধিক। সোমবার সন্ধ্যার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি ধরপাকড় হয়েছে জামালপুর, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নীলফামারীতে
(বিভিন্ন জেলার আটকের তালিকা)
ঠাকুরগাঁও জেলার ৩৩,
জামালপুরে জেলা ১৪৯,
খুলনায় জেলা ১১৫,
ব্রাহ্মণবাড়িয়ায় ৮৮,
মেহেরপুরে ৫৬,
নীলফামারীতে ৫২,
খুলনায় ৪৮,
সাতক্ষীরায় ৪৪,
বাগেরহাটে ৩২,
নীলফামারীতে ২৯,
চাঁপাইনবাবগঞ্জে ২৭,
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০, লালমনিরহাটের পাটগ্রামে ১৭, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৫, গাজীপুরে ১২,
দিনাজপুরের ঘোড়াঘাটে ১০,
সহ দের শতাধিক
ঝিনাইদহে ৯,
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬,
রাবিতে ৪, জাবিতে ২