সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উপজেলার ০৩ নং ইটালী ইউনিয়ন এর তিরাইল গ্রামে আওয়ামীলীগ সর্মথিত ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জহুরুল ইসলামের ভাই জিন্নাহ এর গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত নওশাদ (৪০) ও খায়রুল (৫২) কে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সিংড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যন্যরা হলেন, আঃ গফুর (৪০), আঃ জব্বার (৬০), মহাতাব (৫০) আঃ মতিন (৩৮), শহীদ সরকার (৫০), জামাল (৪৫), জুয়েল (২৫), মুসলীমা(৩৫)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের উপনির্বাচনে আওয়ামীলগি সর্মথিত র্প্রাথীর পোষ্টার ছেড় কে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান মরহুম জহুরুল ইসলামের ভাই জিন্নাহ সমর্থকরা হট্্রগোল শুরু করে। পরে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় আমিনুল, মহাতাব ও ইমদাদুল এর বাড়ি ও দোকান ভাংচুর করা হয়। সিংড়া থানার এসআই মাহবুবুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
সিংড়ায় আওয়ামীলীগের দু পক্ষের সংঘর্ষে ১০জন আহত
Spread the love
Spread the love