Spread the love
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের প্রত্যান্ত অঞ্চল থেকে দুই চাঁদাবাজকে আটক করেছে র্যাব সদস্যরা। সোমারাব বিকেল উপজেলার রানীর হাট এলাকা র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক কৃতরা হলো- উপজেলার কনামুলা গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুল মজিদ(৩৪) ও একই উপজেলার লাউতা গ্রামের মৃত আব্দুল কাদের সর্দারের ছেলে শাহিন (২২)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার রানীরহাট বাজারে অভিযান পরিচালনা করে দুই চাঁদাবাজকে আটক করা হয়। এ বিষয়ে তাড়াশ থানায় মামলা দায়ের হয়েছে।
Spread the love