সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যা মামলার রায়ে ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমানিত না হওয়ায় ১২জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ জাফরোল হাসান আসামীদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্যগাড়ী গ্রামের মৃত মেনহাজ সর্দারের ছেলে নবাব আলী (৭৫), এবাদত আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৮), মৃত জোখা আলীর ছেলে জহির উদ্দিন (৮০) ও কোরবান আলীর ছেলে মোতালেব সাহ (৪০)।মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে ১লা জানুয়ারী সন্ধ্যায় উল্লাপাড়ার মোহনপুর ষ্টেশনের রেললাইনের উপরে মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও পুর্ববংকিরাট গ্রামের হাসান আলীর শাহ’র ছেলে সাইফুল ইসলামকে (৩৭) গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সেলিম পারভেজ রঞ্জু বাদী হয়ে ১৪জন নামীয়সহ ১৫-২০ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে জিআরপি এবং পরে সিআইডি তদন্ত শেষে ২০০৭ সালে ২৪ নভেম্বর ১৬ নামে চার্জশীট দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বুধবার আসামীদের উপস্থিতিতে ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার বাকী ১২ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষে সিরাজগঞ্জ জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) এ্যাড. আব্দুর রহমান ও আসামীপক্ষে এ্যাড. সাইফুর ইসলাম ও বিমল কুমার দাস মামলাটি পরিচালনা করেন।
সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
Spread the love
Spread the love