রুবাইয়াত আম্বিয়া জাহান স্বাতী : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী দুইবাস ও ট্রাকের সংঘর্ষে পাচজন নিহত ও ৩০জন আহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান,মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে তাড়াশ উপজেলার খালখুলা নামকস্থানে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক আসা রাজশাহী থেকে ঢাকাগামী ভাই-বন্ধু পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমূখী সংঘর্ষ হয়। এ সময় দেশ ট্রাভেলসের পেছনে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দুটি বাসকেই ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৬জন নিহত ও ৩০জন আহত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক তাড়াশ থানা পুলিশ,র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়। ফায়ার সার্ভিসের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহতদের কারও নাম পরিচয় জানান যায়নি। এ ঘটনায় ১৬জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসানিচ্ছেন। বাকি অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নেন। আর নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার ও আহতদের প্রত্যেকের পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেন।
সিরাজগঞ্জে দুইবাস ও ট্রাকের ত্রিমূখী সংঘর্ষে ৫জন নিহত : আহত ৩০
Spread the love
Spread the love