নাঈম হোসেন, গোলাপগঞ্জ সিলেট : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমনিয়া বাজারের ব্যবসায়ী হেলাল আহমদকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।শুক্রবার বিকেলে আমনিয়া বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আমনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মনাফের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবী ইমরানুল ইসলাম তানুর পরিচালনায় আয়োজিত মানববন্ধন অনুষ্টিত হয়।মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী সাংবাদিক আব্দুল আহাদ। বক্তব্য রাখেন আমনিয়া বাজার বণিক সমিতির সেক্রেটারী আমিন উদ্দিন, সমাজসেবী আখতার হোসেন, তরুণ সমাজসেবী সুবেল আহমদ, ইঞ্জিনিয়ার রাজন আহমদ, মোহাম্মদ ছানু মিয়া, পারভেজ আহমদ প্রমুখ। বক্তব্যের সুত্রে জানা যায়, হেলাল আহমদকে একটি চক্র ষড়যন্ত্রমূলকভাব মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠিয়েছে। তিনি আমনিয়া বাজারের একজন আদর্শ ব্যবসায়ী তাকে মিথ্যা মামলা থেকে রেহাই না দেয়া হলে গোলাপগঞ্জের সকল বাজারের ব্যবসায়ীদের নিয়ে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে ।
সিলেটের গোলাপগঞ্জের আমনিয়া বাজারে ব্যবসায়ীর মুক্তির দাবীতে মানববন্ধন
Spread the love
Spread the love