গোলাপগঞ্জ সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের উদ্যোগে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৫ উপলক্ষে নবায়ন যোগ্য জ্বালানী , জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ বিষয়ক বক্তৃতা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।বুধবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়।গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকাদক্ষিণ বহুমুখী হাইস্কুল ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অঞ্চল ৪ এর পরিচালক সাদেক জামাল। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল,সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, এম.সি.একাডেমী মডেল স্কুল ও কলেজের শিক্ষক ওয়াহিদুজ্জামান, জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাছির উদ্দিন, যুক্তরাজ্যস্থ গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, হাজী জছির আলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন প্রমুখ। বক্তৃতা প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ফাহমিদা ইয়াছমিন প্রথম,গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তামিম হাসান ভূইয়া দ্বিতীয়, চন্দরপুর আল এমদাদ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী তারেকা ইয়াসমিন তৃতীয় স্থান লাভ করেন।
সিলেটের গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের উদ্যোগে বক্তৃতা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্টিত
Spread the love
Spread the love