নোমান মাহফুজ গোলাপগঞ্জ (সিলেট ) : সিলেটের গোলাপগঞ্জের বাঘায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় নদী সংলগ্ন খালের ভয়াবহ ভাংগনে বিলীন হয়ে যাচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার খালের ভাংগন ভয়াবহ রূপধারণ করায় বিদ্যালয়টি অস্থিত্ব নিয়ে হুমকির মধ্যে পড়েছে। ইতিমধ্যে এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ ভাংগন থেকে স্কুলটিকে রক্ষার লক্ষে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় তাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। গোলাপগঞ্জের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান পূর্ববাঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে রক্ষার লক্ষে জরুরী ভিত্তিতে পদক্ষেপ না নেয়া হলে একদিন হয়তো শিক্ষা প্রতিষ্ঠানটি অস্থিত্ব বিলীন হয়ে যাবে।
গোলাপগঞ্জ উপজেলার প্রাথমিক পর্যায়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পূর্ববাঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১৯৩৬সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর সাফল্যের সঙ্গে তার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সুরমা নদীর তীরে উপমহাদেশের প্রাচীনতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার অদূরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র এলাকায় শিক্ষা আলো ছড়িয়ে দিতে কাজ করেছে অবিরত। সুরমা নদী থেকে একশত গজ দূরে ও নদী সংলগ্ন ডাহাবিল সংযোগ খালের একেবারে গা ঘেষে অবস্থিত বিদ্যালয়টি বিগত কয়েক বছর ধরে ভাঙ্গনের মুখে পড়েছে। বিদ্যালয়টি বিগত ২০০০ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে। এছাড়া বিদ্যালয়টি বাঘা ইউনিয়নে একটি ভোট কেন্দ্র হওয়ায় বেশ গুরুত্ব বহন করে আসছে। সম্প্রতি ভাংগন বিদ্যালয়ের মূল ভবনের একেবারে গা ঘেষে চলে আসায় যেকোন সময় দুর্ঘটনার আশংকা করা হচ্ছে। প্রায় ৫০ ফুট গভীর খালে বন্যার পানি এ মুহুর্তে টুইটুম্বুর করছে, অসতর্কতার কারণে যেকোন সময় শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে শংকিত অভিভাবক মহল। প্রতি বছর এ শিক্ষা প্রতিষ্ঠানটি শতভাগ অর্জন করলেও হঠাৎ করে খালের ভাঙ্গনটি শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের আঘাত করছে বলে অনেকেই মনে করেন। তাই প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর পক্ষে অত্র প্রতিষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফয়জুর রহমান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ববাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে খালের ভাঙ্গন থেকে রক্ষার লক্ষে জরুরী পদক্ষেপ গ্রহনের জন্য স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী সংলগ্ন খালের ভাংগনে একটি বিদ্যালয় হুমকির মুখে
Spread the love
Spread the love