গোলাপগঞ্জ সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ২ দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ রয়েছে।নিখোঁজ ছাত্রীর নাম আমিন আক্তার রুমা(১০)। সে গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার রণকেলী লামার দক্ষিণভাগ গ্রামের মৃত ফারুক আলীর কন্যা এবং রণকেলী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯ টায় প্রতিদিনের মত আমিনা স্কুলে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয় । বিকাল সাড়ে ৪টা হয়ে গেলেও আমিনা বাড়িতে না ফিরলে তাৎক্ষনিক পরিবারের লোকজন বিদ্যালয় কতৃপক্ষের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন সে দিন আমিনা বিদ্যালয়ে যায়নি। সাথে সাথে আমিনার পরিবারের লোকজন সম্ভাব্য স্থানসহ আত্বীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখোজি নেন।খোঁজ না পেয়ে তার নানী জয়তুন নেছা গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। রুমা নিখোঁজ হওয়ার সময় তার পরণে নীল কামিজ, লাল সেলওয়ার এবং নীল রঙের ওড়না ছিল।যদি কেউ সন্ধান পান গোলাপগঞ্জ থানায় যোগাযোগ করতে আমিনার পরিবার অনুরুধ জানিয়েছেন।
সিলেটের গোলাপগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ
Spread the love
Spread the love