গোলাপগঞ্জ সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে পুলিশের নাকের ডগা থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে বিয়ানীবাজার থানার পাশেই পৌর পয়েন্টের তানভীর স্টেশনারি এন্ড ফোন সার্ভিসে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্র ও এলাকার বাসিন্দা ফারুক আহমদের কাছ থেকে জানা যায়, আনুমানিক রাত ২ টার দিকে বিকট শব্দ শুনে একটি লোক কে দেখতে পান তখন সন্দেহজনক তাকে ধাওয়া করলে সে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি ষ্টেশনারির মালিক আব্দুল মালিক খান কে ফোন করলে তিনি এসে দেখতে পান দোকানের উপরের টিন কেটে ছাদের ফাক দিয়ে চোর ঢুকে ক্যাশ ভেঙে নগদ ১ লক্ষ ২৩ হাজার ৩শ টাকা, ১১ হাজার টাকার মোবাইল কার্ড, বিকাশ সিম ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকাল ১০ টার দিকে বিয়ানীবাজার থানার একটিম পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে জানতে চাইলে এস আই রেজাউল হক ঘটনার সততা নিশ্চিত করে বিডিজাহান ডটকম কে বলেন, আমিনুর রহমানের স্ত্রী তছলিমা বেগম চুরি হওয়া বিকাশ সিম ব্যবহৃত মোবাইল ও নগদ প্রায় ১৩শ টাকা দোকানের মালিকের নিকট জমা দিয়েছে। তছলিমা বেগম বলেন, রাত্রে স্বামীর আচরণ দেখে আমার সন্দেহ হলে, তাকে জিজ্ঞাসা করার কারণে আমাকে মারধর করে। এমন সময় তার কাছে লুকানো টাকার বান্ডিল ও মোবাইল পড়ে যায় আমি চিৎকার করলে সে আমাকে মারধর করে পালিয়ে যায়। স্ত্রী সুত্রে জানা যায় আমিনুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের আশিক আলীর পুত্র।
সিলেটের বিয়ানীবাজার পৌর পয়েন্টের তানভীর ষ্টেশনারির লক্ষাধিক টাকা নিয়ে আমিনুর রহমান উধাও
Spread the love
Spread the love