রফিক সরকার গোয়াইনঘাট ( সিলেট ) : তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট পরিবেশবিদ ও মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল বলেছেন জীববৈচিত্র ও পরিবেশ রক্ষা নাগরিকদের মৌলিক দায়িত্ব। দেশ, মাটি ও মানুষকে ভালবাসলে ভ‚মিখেকো, বন খেকো, পরিবেশ ধ্বংসকারীদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন- দেশ আজ দুর্নীতিবাজদের দখলে রয়েছে। দেশ ও পরিবেশকে রক্ষা করতে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তিনি শনিবার দেশের বৃহত্তম মিটা পানির একমাত্র জলার বন রাতারগুল সোয়াম ফরেষ্ট সংরক্ষনে বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে ভাসমান নৌ-সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও মানবাধিকার ব্যক্তিত্ব ড. কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। বাপার কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক শরীফ জামিলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিশিষ্ট পরিবেশবিদ ও মানবাধিকার কর্মী রাশেদা কে চৌধুরী, নারীনেত্রী খুশি কবির, বাপার সাধারন সম্পাদক ডা. আব্দুল মতিন, বাপার নির্বাহী প্রধান সৈয়দা রেজওয়ান হাসান, বাপার সিলেট জেলার সাধারন সম্পাদক আব্দুল করীম কিম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও সারী নদী বাচাঁও আন্দোলন’র সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমদ, প্রেসক্লাব সেক্রেটারী এম.এ মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল আলী, এডভোকেট শাহজান সিদ্দিক, ইউপি সদস্য মীর হোসেন আমীর, ফখর উদ্দিন, যুবনেতা জোবায়ের আহমদ জোবের, আনোয়ার হোসেন প্রমুখ।
সিলেটের রাতারগুল বন সংরক্ষনে ভাসমান নৌসভা অনুষ্ঠিত
Spread the love
Spread the love