Spread the love
সিলেট প্রতিনিধি : সিলেটের বিমানবন্দর সড়কের খাদিমনগর আলীবাহার চা বাগান সংলগ্ন এলাকায় থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে বিমানবন্দর থানা পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, সকালে আলীবাহার চা বাগানের পাশে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে বিমানবন্দর থানায় খবর দেন স্থানীয় জনতা। এরপর দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, নিহত বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা চলছে।
Spread the love