সিলেট প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতাররি পরোয়ানা জারি করেছেন সিলেটের একটি আদালত। বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ এর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে এ পরোয়ানা জারি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার ৯ নং ২২১/১৫) শুনানি শেষে এ আদেশ প্রদান করেন মাননীয় আদালত।
উলেখ্য গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বসে তাকের রহমান বঙ্গবন্ধকে নিয়ে কটুক্তি করেন। এর প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে ২৪ ডিসেম্বর জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ সিলেটে নিম্ন আদালতে মামলা দায়ের করেন। সামাদের পক্ষে দায়েরকৃত মামলাটি পরিচালনা করেন- অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট সুরুজ আলী, অ্যাডভোকেট সুয়েব আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও টিপু রঞ্জন দাস।
সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Spread the love
Spread the love