Spread the love
সিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন ইনাতাবাদ থেকে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জীবন মিয়া (২৮) ইনাতাবাদ গ্রামের বাসিন্দা সমুজ আলমের ছেলে। রবিবার সকাল ৭টায় জালালাবাদ থানা পুলিশ তার লাশটি উদ্ধার করেছে।
জালালাবাদ থানার এসআই প্রদীব বলেন, কান্দিগাঁও ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহত জীবনের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলানো হুক থেকে গলাই বিছানার চাদর পেচানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Spread the love